ePaper

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তামান্না ফারজানা,যশোর

নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের লালদিঘী পাড়ে অবস্থিত বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। তিনি বলেন, কোন ভাবেই গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হতে দেব না। রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছি। এই অর্জনকে নস্যাৎ করতে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে উস্কানী মূলক কথা বলা হচ্ছে। যার ফলে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। কোন ভাবেই ষড়যন্ত্রকারীদের সফল হতে দেবনা। আমাদের লক্ষ্য হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। জনগণ যাদেরকে রায়ে দেবেন, তারাই আগামীতে দেশ পরিচালনা করবেন। সেই নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পাক আর না পাক দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সংগ্রাম অটুট থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, আহবায়ক আমির ফয়সাল। এসময় ৬০ পরিবারের মাঝে এক বস্তা করে চাল বিতরন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিকালে র‌্যালী এবং আজ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে বৃক্ষ রোপন ও শহরে গুরুত্বপূর্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *