ePaper

বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলবেন রিশাদ, বিসিবির ‘সবুজ সংকেত’

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর না খেলে বিগ ব্যাশে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন রিশাদ হোসেন। ক্যারিয়ারের উন্নতির জন্য এমনটা চেয়েছেন এই লেগস্পিনার। তার চাওয়ার প্রেক্ষিতে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। বিগ ব্যাশের সর্বশেষ আসরেও ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে সে সময় জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল থাকায় ছুটি পাননি তিনি। যে কারণে প্রথমবারের মতো গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ লেগ স্পিনার। তবে বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদের ওপর ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন দল হোবার্ট। দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই মূলত তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারো বিগ ব্যাশ যে সময়ে চলবে প্রায় একই সময়ে বাংলাদেশে শুরু হবে বিপিএলও। যার কারণে বিগ ব্যাশে রিশাদ পুরো মৌসুমে খেলতে পারবেন কি না সেটা নিয়ে ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা অবশ্য কিছুটা দূর হলো। প্রসঙ্গত, বিগ ব্যাশ শুরু হবে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে, শেষ হবে ২১ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *