ePaper

বিনিয়োগে অবদান/বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত সম্মেলনটি গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল।

পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো—ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফ্যাবরিক লাগবে লিমিটেড।

বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান দক্ষিণ কোরিয়ার নাগরিক কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।

তিনি বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *