ePaper

বিতর্কিত শিক্ষকদের বালিকা উচ্চ বিদ্যালয়ে পদায়ন করার প্রতিবাদে মানববন্ধন

মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি: নরসিংদী ব্রাক্ষন্দী কামিনি কিশোর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে তিন শিক্ষককে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পদায়ন করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সুথী খানম,রুকাইয়া ইসলাম,মারিয়াতু জান্নাত,মুসরাত জামানসহ অন্যান্যরা। বক্তারা বলেন,মো.হযরত আলী,মো.রফিকুল ইসলাম,মো.সাইফুল ইসলাম নামে ঐ তিন শিক্ষক ব্রাক্ষন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় দুর্নীতি,অসদাচরণ ও দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তিন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেন। এর পর ঐ তিন শিক্ষককে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পদায়ন করা হলে তার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রধান করে শিক্ষার্থীরা। আর অবিলম্বে তিন শিক্ষককের পদায়নের প্রত্যাহারের জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *