নিজস্ব প্রতিবেদক
সিএনজি রূপান্তরের ব্যবসা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ (বিডি) অটোকারস লিমিটেড। কোম্পানিটি লোকসানের কারণে তাদের তৃতীয় ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই ইউনিটে পেট্রোল বা অন্যান্য জ্বালানিতে চালিত গাড়িগুলোকে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত গাড়িতে রূপান্তর করার পরিষেবা দেওয়া হতো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রোববার (১৯ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি। তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে কোম্পানির সিএনজি রূপান্তরের এই তৃতীয় ইউনিটে ব্যবসায়ীক লোকসান হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউনিটটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। জানা গেছে, কোম্পানি তৃতীয় ইউনিটে ৯৬ লাখ টাকার স্থায়ী সম্পদ রয়েছে। এর বাইরে মজুদ পণ্য বিক্রি করে ৩০ লাখ টাকা পাওয়া যাবে। সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির এই ইউনিটের যেকোনো সম্পদ, দায় এবং ইক্যুইটি তাদের বিদ্যমান দ্বিতীয় ইউনিটে স্থানান্তরিত হবে। বাংলাদেশ অটোকারস ১৯৭৯ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি শুরুতে বিশ্বখ্যাত ভেসপা ব্র্যান্ডের প্রস্তুতকারক পিয়াজিও অ্যান্ড সিএসপিএ-এর কারিগরি সহযোগিতায় থ্রি হুইলার অটো টেম্পো উৎপাদন করে। তবে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৯ সালে দুই স্ট্রোক তিন চাকার যানবাহন নিষিদ্ধ হওয়ায় কোম্পানিটিকেও তাদের থ্রি হুইলার অটো টেম্পো উৎপাদন বন্ধ করতে হবে। বর্তমানে কোম্পানিটি ছোট পরিসরে কয়েকটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের পাশাপাশি এই সিএনজি রূপান্তরের ব্যবসা করছে। এমন পরিস্থিতির মধ্যেই সিএনজি রূপান্তরের এই তৃতীয় ইউনিট বন্ধের সিদ্ধান্ত জানানো হলো।
