ePaper

বিজেপির শ্রমিক পার্টির সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) শ্রমিক পার্টির ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন চকেট অভিযোগ করেছেন, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দীর্ঘদিন ধরে একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌমাথা এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামাল উদ্দিন চকেট বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় তিনি মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে তাকে নির্বাচিত হতে দেয়া হয়নি। উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়াসহ নানাভাবে হয়রানি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নদীর ওপারের কিছু চর ও বিভিন্ন স্থানে দখল-বাজি ও লুটপাটকারীদের প্রতিহত করার কারণে চক্রটি তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণের পাশে থেকে সততা ও নৈতিকতার সাথে কাজ করার কারণে কোনো ষড়যন্ত্র তাকে পিছু হটাতে পারেনি বলেও তিনি জানান। বিজেপির এই নেতা বলেন, শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি নদী ও চরে সাধারণ মানুষের উপর লুটপাট চালাচ্ছে। তিনি সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন এবং দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা, হামলা ও অপপ্রচার চালানো হচ্ছে। নিজ দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নীতি ও আদর্শে বিশ্বাসী উল্লেখ করে জামাল উদ্দিন চকেট বলেন, তিনি সব সময় পার্থ ভাইয়ের সম্মান অক্ষুণ্ন রাখতে কাজ করে যাচ্ছেন। তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রমাণসহ তা প্রশাসনের কাছে উপস্থাপন করারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *