ePaper

বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে- শামসুজ্জামান দুুদু

পি. কে. বিশ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ আল নোমান স্মরণে সোমবার বাংলামটর, ফেয়ারলী হাউজে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জনগণের দল হিসেবে বিএনপি সকল সময় জনগণের কল্যাণে কাজ করে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা পালালেও তার দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নাই। তিনি আরও বলেন, নিরেপক্ষ গণতান্ত্রিক নির্বাচনই পারে দেশের বর্তমান এই সংকট থেকে মুক্তি দিতে। এজন্য বিএনপি এবং ছাত্র শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের সভাপতি নিয়াজ আহম্মদের সভাপতিত্বে, মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খাঁন নাসিম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহানগর দক্ষিন শ্রমিক দলের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহআলম রাজা, সদস্য সচিব কামরুলজামান, প্রধান বক্তা হিসেবে এমপ্লয়ীজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারী মো. আলাউদ্দীন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, শামীম মজুমদার, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান মনির, প্রধান সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সানোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন বাংলাদেশের অন্যতম পুরাতন শ্রমিক সংগঠন হিসেবে জাতীয় শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, নোমান ভাই আমাদের সকলের আদর্শ। তার আদর্শকে ধারন করে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন সামনের দিকে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *