ePaper

বিএনপি নেতাদের বৃক্ষরোপন কর্মসূচিতে বাধা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধামালিয়া গ্রামে সড়কে নিএনপি নেতাদের বৃক্ষরোপন কর্মসূচি বাধা হয়ে দাঁড়িয়েছে একটি গোষ্ঠী। তাদের মধ্যে অন্যতম আলাউদ্দিন বেপারি যিনি নানা রকম হুমকি সহ আক্রমণের চেষ্টা করেছে সামাজিক এই উদ্যোগ গ্রহণকারীদের ওপর। সড়কে বৃক্ষরোপনের প্রস্তুতি সম্পন্ন করেছে নিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আবু তাহের বেপারী, বর্তমান সভাপতি বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর সহ স্থানীয় নেতৃবৃন্দ। অন্যদিকে বৃক্ষরোপন কর্মসূচির বিরুদ্ধে নানা রকম হুমকি দিয়ে আসছিলেন ধামালিয়া বেপারী বাড়ির আলাউদ্দিন। এরই মধ্যে গত ১৯ জুলাই শনিবার স্থানীয় নতুন বাজারে আবু তাহের বেপারীর ওপর হঠাৎ আক্রমণাত্মত হয়ে উঠেন তিনি। তিনি আবু তাহের বেপারীকে উদ্দেশ্য করে বৃক্ষরোপন কর্মসূচি বন্ধ করতে বলেন। কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানালে মারধরের চেষ্টা করেন আলাউদ্দিন নামক সেই ব্যক্তি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান বলেন, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। বৃক্ষরোপন কর্মসূচি জন্য আমরা সরকারের অনুমোদন নিয়েছি। এই সামাজিক কর্মসূচির সার্বিক বিষয়টির দায়িত্ব পালন করে যাচ্ছেন বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আবু তাহের বেপারী। তাকে বিভিন্ন জায়গায় অপমান এবং শারীরিক আক্রমণের চেষ্টা করে যাচ্ছে আলাউদ্দিন এবং তার সহযোগিরা। তাদের অনেকেই এক সময়ের নৌকার সমর্থক। বিএনপি নেতাদের ভালো কাজ সহ্য করতে পারছেন না তারা। তাদের এরকম আক্রমণাত্মক আচরণের কারণে তাহের বেপারী অনেকটা নিরাপত্তহীনতায় ভুগছেন। সিরাজদিখান থানার ওসির নিকট মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্মসূচিতে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করলেও আক্রমণের বিষয় অস্বীকার করেন আলাউদ্দিন। বিএনপি নেতাদের বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করতে দিবেন না বলেও হুশিয়ারি করেন তিনি। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *