মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফাকে ‘একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা’ হিসেবে আখ্যায়িত করেছেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু তিনি বলেছেন, শত বাঁধার মুখে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত যে সব রাজনৈতিক কর্মসূচি ও শ্লোগান কোটি কোটি মানুষের চেতনায় স্বৈরাচারমুক্তির স্বপ্ন জাগিয়ে রেখেছিল, ছাত্র- জনতার আন্দোলনের শেষ ধাপের কর্মসূচি গুলোতে তারই প্রতিফলন ঘটেছিল। আর চলমান রাষ্ট্র সংস্কারের রূপরেখার বেশিরভাগই বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার বিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাকশিমুল বিএনপি’র উদ্যোগে বিশাল সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড.তপু বলেন, এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রণীত হয়েছে। এড নুরুজ্জামান লস্কর তপু বলেন, আজকে আমাদের উপজেলার সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করেছি। তিনি আরও বলেন, ৩১ দফার প্রতিটি ধাপ জনগণের স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া, জনগণকে সচেতন করতে হবে। এড.তপু বলেন, বিএনপি কখনো মামলাবাজি, দুর্নীতি, চাঁদাবাজি বা স্বজনপ্রীতিতে বিশ্বাস করে না- ভবিষ্যতেও করবে না। জনগণের সম্পদ জনগণের মাঝে সুষমভাবে বণ্টন হবে। তিনি আরোও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, সরকার কীভাবে গঠিত হবেÑএসব নিয়ে মানুষের মনে প্রশ্ন। তারেক রহমানের বক্তব্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাই স্পষ্ট বার্তা পেয়েছে, কিভাবে আগামীতে দেশ ও সরকার পরিচালিত হবে সে সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছে। এ সাক্ষাৎকারে তারেক রহমান জাতির জন্য স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। পাকশিমুল বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি মো.কালা মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন। সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, অরুয়াইল বিএনপির সভাপতি মো. মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. নুরুল আমিন, উপজেলা জাসাসের আহবায়ক মো. রিপন ঠাকুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন, বিএনপি নেতা নুর উদ্দিন, ছাত্রদলের ওয়ালীদ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পাকশিমুল যুবদলের সভাপতি মো. তানভীর আহমেদ।
