ePaper

বালিয়াকান্দিতে সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

রাজবাড়ী প্রতিনিধি

দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজবাড়ী বালিয়াকান্দির জামালপুরে নরেশ রায় নামে এক মুদি দোকানির দোকান ভাঙচুর ও মালামাল সহ নগদ টাকা লুটপাঠের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক রাব্বুল খান (২৫) বিরুদ্ধে। সোমবার বেলা ১১ টার দিকে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের ঘটনা ঘটে। অভিযুক্ত রাব্বুল ওই এলাকার সোলেমান খার ছেলে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নরেশ অভিযোগ করে বলেন, রাব্বুল ছেলেটা খারাপও উশৃঙ্খল প্রকৃতির এবং সে এরআগে আমার দোকান থেকে বাকি খেয়ে টাকা দেয় নাই। গতকাল আবার এসে বাকি চাইলে আমার ছেলে আগের বাকি টাকা চায়। তখন আমার ছেলের সাথে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে আমি এসে তাকে ঝামেলা না করে বাড়ি চলে যেতে বললে সে আমাকে আমার জাত তুলে অকথ্য ভাষায় গালি ও মারার হুমকি দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর ক্রিকেট খেলার একটি স্ট্যাম্প নিয়ে এসে আমার দোকানে হামলা চালিয়ে শোকেজ, চায়ের কাপ ভাঙচুর সহ মালমাল তছনছ করে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৩৭ হাজার টাকা ও ১৬ প্যাকেট সিগারেট লুট করে নিয়ে যাওয়ার সময় আমি তার কার্যক্রমে বাধা দিতে গেলে, তখন সে আমার ৩ ও ১০ বছর বয়সী দ্ইুটি ছেলেকে মারার জন্য তারা করে। যাবার সময় সে হুমকি দিয়ে যায়, এ নিয়ে কিছু করলে এদেশ থেকে মেরে আমাদের ভারতের নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দেবে। তিনি আরো বলেন, এই ব্যবসা করে আমার সংসার চলে, এখন আমি কিভাবে চলবো। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন আমিসহ আমার পুরো পরিবার ভয়ে আছি। গতকাল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও আজ দুপুর ১২টা পর্যন্ত পুলিশ বা থানা থেকে কেউ আসে নাই। এছাড়া আজ সকালে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সামনেও ওই ছেলে ও ওর বাবা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। মুলত সংখ্যালঘু হওয়ায় আমার উপরে এ হামলা হয়েছে। এর আগেও ওই ছেলে আমার দোকানের সাটার কুপিয়েছে। এখন আমি সহ পুরো পরিবার খুব ভয়ে আছি। তাই নিরাপত্তাসহ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইননাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *