বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের মো. মুরাদ শেখের পুত্র রিফাতুল ইসলাম রিয়াদ (৮)পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত্যের পরিবার জানান রিয়াদ স্কুল থেকে ফিরে, খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ীতে না ফেরায়, তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে, এক পর্যায়ে সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশের একটি ডোবায় মৃত অবস্থায় তার লাশ ভাঁসতে দেখে পরিবার লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
