হামিদুল্লাহ সরকার, নীলফামারি
নীলফামারির ডোমারে বাড়ির বেড়া ভেঙ্গে অনধিকার প্রবেশ করে মারপিট করে জখম ও ঘরের নগদ টাকা সহ আসবাব পত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি হাজিপাড়া গ্রামের মৃত হাজী সাহার উদ্দিনের পুত্র হাজী জহির উদ্দিনের সাথে একই গ্রামের মৃত শমসের এর পুত্র আমিনুর গংদের জমি নিয়ে বিবাদ চলে আসছে। ওই বিপদের জের ধরে ৩০ শে আগস্ট আমিনুর গঙ্গা ১২/১৩ জন লোক লাঠি-ছোড়া বাসিলা নিয়ে এসে হাজী জহিরের বাড়ির বেড়া ভেঙ্গে প্রবেশ করে বাড়ির লোকজনকে এলোপাতাড়ি মারপিট করে এবং ঢিল ছুরে এতে জখম হয় জহির উদ্দিন (৬৫), আনিসুর রহমান (৩৬), আতিকুর রহমান (৩৪), শামিহা (৩), ও গোলাপি(২৭)। আহত পরিবারের লোকজন জানায় তারা ফিরে যাওয়ার সময় আমাদের বাড়ির নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। ঘটনার সময় ৯৯৯ ফোন করলে ডোমার থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়। পরে আহতদেরকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
