ePaper

বাগেরহাটে ২০হাজার ৩শত পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে ২০হাজার ৩শত পিচ ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। গতকাল রোববার রাত আড়াইটার দিকে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহা সড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ গতকাল রোববার বিকেলে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ খবর জানান। বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মো. শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনার সময় বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট শুরু করি। চেকপোস্ট করাকালীন রাৎ আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮ খুলনার থেকে আসতে দেখে থামানোর সংকেত দিলে গাড়িটি থেমে যায়। তখন পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য থেকে বিশ হাজার তিন শত পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় এ ক্যারেটের মালিক কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *