ePaper

বাগেরহাটে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

আল আমিন খান ,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার মাদক মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসী পিঞ্জু শেখের গ্রেপ্তারের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পিন্টু শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেপ্তারের দাবি জানান। এ সময় হামলায় আহত এনামুল হক, রাশেদুল হক, রাসেল শেখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পিন্টু শেখের সন্ত্রাসী হামলায় আহত শেখ রাজিবুল হক লিখিত বক্তব্য বলেন, ৫ তারিখের পর থেকে পিঞ্জু শেখ  তার সন্ত্রাসী বাহিনী এলাকায় চাঁদাবাজি ঘের দখলসহ নানা অপকর্মের সাথে জড়িত। এরমধ্যে এনজিও তার সন্ত্রাসী বাহিনী আমার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপরগতা প্রকাশ করায় গত ১২ জুন রাতে ও পরের দিন পিঞ্জু শেখের নেতৃত্বে মোস্তাক ফকির, সাব্বির শেখ, লুৎফর মল্লিক, সজীব শেখ, রাজিব শেখ, শান্ত শেখ, মিঠু শেখসহ একদল সন্ত্রাসী আমিসহ আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় কিন্তু তার আগেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আমার মা শরিফা বেগম, আমার বড় ভাই রিয়াদুল হক, চাচাতো ভাই, রাসেল সেখ, রাশেদুল হক, ভাইপো ইনামুল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পিন্টু ও তার সন্ত্রাসী বাহিনী। তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর, বাড়ির মালামাল লুট ও মাছের ঘের লুট করে। পরে বাসা পুড়িয়ে দিয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি করে। তাদের সন্ত্রাসী বাহিনীরা আমার মা শরিফা বেগম ও আমার পায়ের রগ কেটে দিয়েছে। পরবর্তীতে হামলায় জড়িত পিঞ্জু শেখ সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *