ePaper

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্বজনকে ২০ লক্ষ টাকার চেক প্রদান

আল আমিন খান সুমন, বাগেরহাট

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত চারটি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হাসান, বিআরটিএ, বাগেরহাটের সহকারি পরিচালক লায়লাতুল মাওয়া, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত চিলেন। বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, রোড এক্সিডেন্টে প্রতিটা মৃত্যুতে সাহায্য করার কথা সরকারি ভাবে বিগত দিনে তা করা হয়নি অনেকে জানেও না। এখন থেকে যেখানেই রোডিএক্সিডেন্টে মৃত্যু সেখানেই বি আর টিএ কমর্কর্তা কমর্চারী ফরম নিয়ে হাজির হয়ে যাবে। দালালদের বিষয়ে বিআরটিএ জিরোটালারেন্স ভূমিকা পালন করার নির্দেষনা দেওয়া হয়েছে। বিআরটিএকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *