ePaper

বাগেরহাটে তথ্য অধিকার দিবচস পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্য্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন। বাগেরহাটের বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্য্যলয়ে গতকাল রোববার সকালে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম উন্নয়ন কর্মী শিল্পী আক্তার গোপীনাথ সাহা, নাদিরা আকরাম ও সংবাদ কর্মী আজাদুল হক প্রমুখ। আলোচনা সভায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ও বাস্তবায়ন বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশের অ্যাডভোকেসী অফিসার মেঘলা জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদয়ন বাংলাদেশের নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় উদয়ন বাংলাদেশ ও উইক্যান এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে প্রান্তিক অনগ্রসর জনগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। আলোচনায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে একটি মাত্র আইন তথ্য অধিকার আইন, যা জনগন সরকার ও রাষ্ট্রের উপর প্রয়োগ করতে পারে। এ আইনটি ২০০৯ সালে কার্যকর হয়। এ আইনটির কারনে দেশে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অনিয়ম ও দূর্নীতি হ্রাস পাবে। যার কাছে যত বেশী তথ্য থাকবে সে তত জ্ঞানী হবেন এবং শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *