ePaper

বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আল আমিন খান, বাগেরহাট 

বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আয়োজিত গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। তিনি সাধারণ মানুষকে গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভোটের মাধ্যমে জুলাই সনদকে বিজয়ী করার আহ্বান জানান।বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন তার বক্তব্যে বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের অংশগ্রহণই মূল শক্তি। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম বলেন, গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে আগামী রাষ্ট্র পরিচালনায় গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *