ePaper

বাগান বিলাসের ছবিতে নজর কেড়েছে কৌশানী

বিনোদন ডেস্ক

ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জি। বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি জগতে তার পথচলা শুরু। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন কৌশানী। প্রায়ই তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন তিনি। এবার তার তেমনই এক বাগান বিলাসের ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

সম্প্রতি কৌশানী সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বেগুনি বাগান বিলাস আর সবুজ প্রকৃতির মাঝে মিষ্টি হাসিতে ফ্রেমবন্দী হতে দেখা গেছে।

ছবিতে অভিনেত্রীকে বেগুনি রঙের পোশাকের সঙ্গে প্রকৃতির রং মিলেমিশে একাকার হতে দেখা যাচ্ছে, যা তার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুধু আমি, আমার নিজের জগতে।’কৌশানীর এমন ‘ম্যাচিং করা’ ড্রেসে প্রকৃতির ক্যানভাসে রঙের ছোঁয়া মুগ্ধ করেছে তার ভক্তদের। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসার বন্যা। একজন ভক্ত কমেন্ট করেছেন, ‘তুমি ফুলগুলোর মতোই সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘এটা কি তোমাদের ফুলের বাগান? তোমাকে খুব সুন্দর লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *