ফজলুল হক জয়,কুমিল্লা
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিবিএ’র উদ্যোগে জুলাই বিপ্লবের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিজিডিসিএল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজিডিসিএল এর সহ-সাধারণ সম্পাদক মো. গোলাম রাহানের সঞ্চালনায় এবং বাখরাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. শফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএল কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম। উক্ত আলোচনা সভায় জুলাই বিপ্লবের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী সংসদের সভাপতি কাজী জসিম মান্না। এ সময় জুলাই বিপ্লবের তাৎপর্য বিষয়ে আরও বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, কোম্পানির সচিব মোহাম্মদ এনামুল করিম চৌধুরী, প্রশাসন শাখার মহাব্যবস্থাপক নাহিদ বাণী ইসলাম, বিল শাখার ব্যবস্থাপক গোলাম হায়দার চৌধুরী এবং মোহাম্মদ মমিরুল ইসলাম প্রমুখ। সভায় ভক্তারা জুলাই বিপ্লবের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং এতে আহত ও নিহতদের কল্যাণ কামনা করেন।
