সাহেদ চৌধুরী, ফেনী
বাংলাদেশ ভূমি অফিসারর্স কল্যান সমিতির ফেনী জেলা শাখার ইফতার মাহফিল, ১৮ ই মার্চ ফেনীর এস এস কে রোডের হোমপ্লাস প্লাজার ৪র্থ ফ্লোরে অবস্থিত দি রয়েল সালমুন হোটেলের ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ও অবসর প্রাপ্ত ভুমি কর্মকর্তা আবদুল মতিন ভুইয়া। সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনীর অবসর প্রাপ্ত কানুনগো নুরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসারর্স কল্যান সমিতি ফেনী জেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহান্মেদ, সভায় সংগঠনিক বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ভূমি অফিসারর্স কল্যাণ সমিতির ফেনী জেলার সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম। সভায় রমজানের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য প্রদান ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনির উদ্দিন।