বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

গতকাল বুধবার সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজনদের সহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহনকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণ এর লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) হতে কিমি ১৪.০০ (গোরানচটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ চলাকালীন মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়। বিকাল সোয়া ৫ টায় প্রথম দিনের উচ্ছেদ অভিযান শেষ করা হয়, পরবর্তী দিনে যথারীতি উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *