ePaper

বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

কাজী মামুন,পটুয়াখালী:- বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় পটুয়াখালী শহরের সেন্টারপাড়া এলাকার বধুয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।পটুয়াখালী জেলা দলিল লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান।

সভায় জানানো হয়, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ রশিদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট চূড়ান্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন তার বক্তব্যে দলিল লেখকদের পেশাগত অধিকার রক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দলিল লেখকদের স্বার্থ রক্ষায় সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান তালুকদার সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী জেলা শাখার কার্যক্রম পরিচালিত হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। পরিচিতি সভায় কমিটির অন্যান্য পদবি ধারীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুর রব কিসলু, সহ-সভাপতি হারুন অর রশিদ, জালাল উদ্দিন আহম্মেদ, জাকির হোসেন, আ.ন.ম মনিরুজ্জামান (আবু নাইম) ও ইউসুফ আলী খান। এছাড়া সহ সাধারণ সম্পাদক হিসেবে শামসুল হক (সোহেল গাজী), মাসুদ খান (বকু), বদরুল ইসলাম ও মজিবুর রহমান শাহিন; সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান (মিলন), কোষাধ্যক্ষ শাহজাহান তালুকদার এবং দপ্তর সম্পাদক এনায়েত হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পরিচিতি সভার সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *