বাংলাদেশ কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম

উত্তম দাম

বাংলাদেশ কৃষি ব্যাংক “রেমিট্যান্স উৎসব ২০২৫” উপলক্ষে ১ মার্চ হতে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত প্রায় ১৮ লক্ষ রেমিট্যান্স গ্রাহক এর মধ্যে লটারির মাধ্যমে ৩১ টি পুরষ্কার দেওয়া হয়। তারমধ্যে মেগা পুরষ্কার মোটরসাইকেল পেলেন ব্রাহ্মামণবাড়িয়ার বাইশমৌজা বাজার শাখার রেমিট্যান্স গ্রাহক সাদ্দাম হোসেন। ১৪ মে ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংক এর বাইশমৌজা বাজার শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাদ্দাম হোসেনের হাতে মেগা পুরষ্কার মোটর সাইকেল তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের মহাব্যবস্থপক আশরাফুজ্জামান খান। এসময় আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, ফরেন রেমিটান্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহা. আতিকুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক  (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান, জনসংযোগ ও প্রটোকল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বাইশমৌজা বাজার শাখার ব্যবস্থাপক মো. মহসিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *