বর্ষার আগেই আলাই নদীতে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর

মো.রুহুল আমিন রাজু, জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পচাবহলা এলাকা থেকে সাদিপাটি বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার আলাই নদীর তীরবর্তী এলাকায় বর্ষার আগেই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, ফসলি জমিসহ প্রায় ৫০০ বসতবাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে। জানা গেছে, জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন থেকে যমুনার শাখা আলাই নদীর উৎপত্তি। প্রতি বছর বর্ষার মৌসুমে বন্যার পানি বাড়ার ফলে তীব্র ভাঙন শুরু হয় এই নদীর তীরে। গত কয়েক বছরের ভাঙনে বিলীন হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, ধর্মীয় প্রতিষ্ঠান ও বসত বাড়ি। বর্ষার আগেই যদি ভাঙন রোধে পদক্ষেপ না নেয়া হয় তালে প্রতি বছরের ন্যায় এবারও পানি বাড়ার সাথে সাথে শুরু হবে তীব্র ভাঙন। স্থানীয়রা জানান, আলাই নদীতে পাঁচ বছর থেকে ভাঙন শুরু হয়েছে। এ বছরও নদীর পানি বৃদ্ধির কারণে সাদিপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপাটি বায়তুল জান্নাত জামে মসজিদসহ প্রায় ৫০০ বসতবাড়ি ভাঙন হুমকিতে রয়েছে। সাদিপাটি থেকে পচাবহলা পর্যন্ত সড়ক ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় লোকজন যানবাহন নিয়ে যাতায়াত করতে পারছেন না। স্থানীয় আব্দুল মজিদ জানান, কয়েক বছর ধরে আলাই নদী ভাঙার কারনে আমাদের গ্রামের অনেক বসতি বিলিন হয়ে গেছে। রাস্তা-ঘাট না থাকায় যাতায়াত করা যায়না। ভাঙন যাতে না হয় এজন্য বর্ষার আগেই দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান তিনি। সাদিপাটি এলাকার আব্বাস আলী নয়ন বলেন, রাস্তা, জায়গা জমি নদীতে চলে গেছে। এখন অনেক গুলো বাড়ি হুমকিতে আছে। রাস্তা না থাকায় যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। স্কুলটিও কখন যে নদীতে যাবে তার নিশ্চয়তা নেই। প্রশাসনের কাছে দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। সাদিপাটি জামে মসজিদের ইমাম হাফেজ আহমদ উল্লাহ বলেন, নদী ভাঙতে ভাঙতে মসজিদের কিনারে এসেছে। মসজিদের পিলার বেরিয়ে এসেছে। এ বছরে নতুন পানি এসেছে, এখন যদি ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে মসজিদ কী হবে জানি না। আমাদের দাবি দ্রুত যেন ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শুভাশীয় রায় জানান, পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধের নির্মাণ কাজ চলমান আশা করি অতি দূত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *