বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। দক্ষিণি সুপারস্টার নির্মাতা অ্যাটলির প্রযোজনায় নির্মিত এই ছবি ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি শুধু বরুণ ধাওয়ানের জন্যই নয়, কীর্তি সুরেশ এবং ভামিকা গাব্বির জন্যও আলোচনায় এসেছে। সিনেমায় রয়েছে হাড় হিম করা অ্যাকশন দৃশ্য ও আবেগঘন বাবা-মেয়ের সম্পর্কের গল্প।
বরুণের চরিত্র এবং অভিনয় প্রেরণা
‘বেবি জন’ ছবিতে বরুণ ধাওয়ানের দুই ধরনের ব্যক্তিত্ব ফুটে উঠবে। বরুণ জানান, এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি অনুপ্রাণিত হয়েছেন অমিতাভ বচ্চনের ‘হাম’ থেকে। ছবিটি বরুণের জন্য মানসিকভাবে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তিনি স্বীকার করেন, দৃশ্যধারণের সময় একাধিকবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
বরুণ বলেন, ‘এটি এমন একটি গল্প যা আমার হৃদয় ছুঁয়ে গেছে। বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন মুহূর্তগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।’ ছবিতে শিশুশিল্পী জারা জ্যান্নার সঙ্গে বরুণের রসায়ন ইতিমধ্যে ট্রেলারে দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।
প্রচার এবং উষ্ণ রসায়ন
সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে ছবির প্রচার উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ভামিকা গাব্বির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে। প্রযোজক অ্যাটলি এবং পরিচালক কালীশও সেখানে উপস্থিত ছিলেন।
কীর্তি সুরেশ সম্পর্কে বরুণ বলেন, ‘কীর্তি সুরেশ একজন দুর্দান্ত সহশিল্পী। তার সহজাত ভালোবাসা এবং সদ্য বিবাহিত জীবনের উচ্ছ্বাস ছবির শুটিংয়েও ছড়িয়ে পড়েছিল।’ ভামিকা গাব্বি বরুণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘বরুণের শক্তি পুরো সেটে ছড়িয়ে পড়ত। তিনি সবাইকে সহজে সহযোগিতা করেন, যা তাঁকে একজন ব্যতিক্রমী মানুষ বানায়।’
বড় পর্দায় ভামিকা গাব্বি এবং কীর্তি সুরেশ
ছবিতে ভামিকা গাব্বি অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এটি তাঁর প্রথম বড় পর্দার হিন্দি সিনেমা। ভামিকা বলেন, ‘বেবি জন আমার স্বপ্নপূরণের ছবি। বরাবরই বড় পর্দায় কাজ করার ইচ্ছা ছিল, যা এই ছবির মাধ্যমে পূর্ণ হয়েছে।’
অন্যদিকে, কীর্তি সুরেশ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলেন, ‘বরুণ এবং ভামিকা দুজনই চমৎকার সহশিল্পী। শুটিংয়ের সময় আমরা দারুণ সময় কাটিয়েছি।’
সিনেমার কাহিনি এবং অন্যান্য চরিত্র
‘বেবি জন’ ছবির কাহিনি একটি বাবা-মেয়ের সম্পর্ক এবং তাদের জীবনসংগ্রামের আবেগঘন গল্প নিয়ে। ছবিতে জ্যাকি শ্রফকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। এটি অ্যাটলির সুপারহিট সিনেমা ‘থেরি’র হিন্দি রিমেক। সিনেমাটিতে হাড় হিম করা অ্যাকশন এবং তীব্র আবেগের সংমিশ্রণ রয়েছে।
মুক্তির তারিখ এবং প্রত্যাশা
‘বেবি জন’ ছবিটি ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে। ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এত বেশি যে এটি বছরের অন্যতম আলোচিত ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।
বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ ইতিমধ্যেই ট্রেলার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে। ছবিটি দক্ষিণ ও বলিউড সিনেমাপ্রেমীদের জন্য একটি বড় উপহার হতে চলেছে।
Share Now