ePaper

বরগুনায় সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান মনির গ্রেফতার

Oplus_131072

আতিকুর রহমান খান দিপু, বরগুনা

বরগুনায় সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান মনির গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যা পরে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মনিরুল ইসলাম মনির সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলীর বাসিন্দা। সাবেক আওয়ামী লীগ নেতা, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মৃত আবদুল মজিদ মিয়ার বড় ছেলে। মনিরের ছোট ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকী সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের চেয়ারম্যান। এবং বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক। বরগুনা থানা পুলিশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যার পরে ২ নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম পাড়া থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা থানার বিশেষ আইনের মামলার একজন আসামি। তাছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করাসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের জন্য বরগুনা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিল। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ডেভিড হান্ট অপারেশন পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশেষ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *