আতিকুর রহমান খান দিপু, বরগুনা
বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি, মেহেদী হাসান রনির অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও সদর উপজেলা শাখা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মো. হুমায়ুন হাসান শাহিন সাবেক সি. সাংগঠনিক সম্পাদক বিএনপি বরগুনা জেলা শাখা। মো. জাফরুল ইসলাম জাফর সাবেক সাংগঠনিক সম্পাদক বরগুনা জেলা বিএনপি। মো. বাবুল কমিশনার সাবেক সদস্য বরগুনা জেলা বিএনপি। শারমিন সুলতানা আসমা সভানেত্রী বরগুনা জেলা মহিলা দল। মো. পান্না মৃধা, সিনিয়র সহ-সভাপতি বরগুনা জেলা যুবদল। মো. ওয়াহিদুজ্জামান ওয়াসিম, আহবায়ক, বরগুনা পৌর যুবদল। মোহাম্মদ জুয়েল প্যাদা, সিনিয়র যুগ্ন আহবায়ক, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দল। মো. মাসুম বিল্লাহ ছোট্ট, আহবায়ক, বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ বশির উদ্দিন, সদস্য সচিব, বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।, মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি, বরগুনা জেলা ছাত্রদল। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেদী হাসান রনিকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, অন্যায়ভাবে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। বিভিন্ন নেতাকর্মীরা এর সময় বক্তব্যের মাধ্যমে ভারপ্রাপ্ত দেশ নায়ক তারেক রহমান’কে বিশেষ বিবেচনা করে মেধাবী ছাত্র নেতাদের রাজপথে রাজনীতির পূর্ণ বিবেচনার দাবি জানান।