বিনোদন ডেস্ক:
বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় অবস্থিত বাড়ি মান্নাত এখন বড়সড় পরিবর্তনের মুখোমুখি। এই হেরিটেজ স্থাপত্যের জন্য নগর প্রশাসনের অনুমতি প্রয়োজন হওয়ায় দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবর্তনের ছাড়পত্র পেয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান।
মান্নাত: হেরিটেজ স্থাপত্যের গল্প
- অবস্থান: বান্দ্রা, মুম্বাই
- আকার: ২৭ হাজার বর্গফুট
- মূল্য: আনুমানিক ২০০ কোটি রুপি
মান্নাতের অন্দরমহল সাজানো হয়েছে বিলাসবহুল ও রুচিসম্মত উপকরণ দিয়ে। বাড়ির মধ্যে রয়েছে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি, জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো বহুমূল্য ফুলদানি এবং রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য।
মান্নাতের বিলাসবহুল সুবিধা
- ব্যক্তিগত সিনেমা হল: ৪২ আসনের প্রেক্ষাগৃহ, প্রবেশদ্বারে শোভা পাচ্ছে হিন্দি ছবির পোস্টার
- শয়নকক্ষ ও বাগান: একাধিক শয়নকক্ষ এবং সুন্দরভাবে সাজানো বাগান
- ব্যক্তিগত কোয়ার্টার: অতিথি ও পরিবারের সদস্যদের জন্য
বদলে যাচ্ছে মান্নাত: নতুন সংযোজন
নগর প্রশাসনের অনুমতি পেয়ে এবার বাড়িটির ছয়তলা কাঠামোতে যুক্ত হতে চলেছে আরও দুটি তলা। পরিবর্তন আনতে মোট খরচ হবে প্রায় ২৫ কোটি রুপি।
মান্নাতের বদল নিয়ে গৌরী খানের পরিকল্পনা
গৌরী খান শাহরুখের ইচ্ছার সঙ্গে মিল রেখে বাড়িটিকে আরও আধুনিক ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাজিয়ে তুলছেন। নতুন সংযোজনে বাড়িটির আকর্ষণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Share Now