স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লিগের রেফারিদের নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। তবে কোপা দেল রে’র ফাইনালের আগে সেই ইস্যুতে আরও জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে। বার্সেলোনার বিপক্ষে আসন্ন ফাইনালের রেফারি রিকার্ডো ডি বারগোস রিয়াল নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানিয়ে কান্নায় ভেঙে পড়ার পর তাকে অপসারণের দাবি জানায় কার্লো আনচেলত্তির দল। সেই দাবি না মানায় রিয়াল তাদের অফিসিয়াল সংবাদ সম্মেলন এবং ফাইনালের আগে অনুশীলন বর্জন করে।এমতাবস্থায় রিয়াল মাদ্রিদ কোপা দেল রের ফাইনাল বয়কট করবে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরে মাদ্রিদের ক্লাবটি সেটি প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান জানিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল বলছে, রেফারি নিয়ে অভিযোগ থাকলেও তারা ফাইনালে খেলবে। না খেলার সিদ্ধান্তের বিষয়টি কেবলই গুঞ্জন ছিল। কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে লস ব্লাঙ্কোসরা ম্যাচটি না খেললে কীভাবে শিরোপা নির্ধারণ হতো এবং কেমন শাস্তি জুটত রিয়ালের কপালে!
স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচ বর্জন মানে আগেই শিরোপা জয়ের ৫০ শতাংশ সুযোগ ছেড়ে দেওয়া। কেবল তাই নয়, নিষেধাজ্ঞা এবং বড় অঙ্কের জরিমানাও পেতে পারত রিয়াল। এ প্রসঙ্গে কাতালান আউটলেট ‘স্পোর্ত’ জানিয়েছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নীতিমালার ৭৭ নম্বর অনুচ্ছেদে কোনো দলের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়া নিয়ে বলা হয়েছে। নিজেদের নাম সরিয়ে নেওয়া দল ওই প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবে। আর সেই দল যদি ফাইনালে ইতোমধ্যে ওঠে, তাদের বিপক্ষে সেমিফাইনালে হেরে বাদ পড়া দল ফাইনালিস্ট হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, ভিনিসিয়ুস-এমবাপেদের বিপক্ষে সেমিতে হারা রিয়াল সোসিয়েদাদ ফাইনাল খেলত বার্সার সঙ্গে।এ ছাড়া নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা প্রসঙ্গে সংবাদমাধ্যমটি জানায়, ফাইনাল বর্জন করলে রিয়াল মাদ্রিদ কোপা দেল রের পরবর্তী মৌসুমে অংশগ্রহণ থেকে ছিটকে যেত। একইসঙ্গে ফাইনাল বর্জনের ক্ষতিপূরণ হিসেবে জরিমানার মুখে পড়ত ৩০০০ থেকে ১৩০০০ ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ লাখ থেকে সর্বোচ্চ ১৬ লাখ টাকা।
আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো ডিপার্তিবো’ ফাইনাল বর্জনের সম্ভাব্য শাস্তি হিসেবে প্রায় একই বিষয়ই উল্লেখ করেছে। এর বাইরে তাদের দাবি– ‘রিয়াল ফাইনাল না খেললে তাদের প্রতিপক্ষ (বার্সেলোনা) দল বিজয়ী হিসেবে বিবেচিত হতে পারত। কারণ তারা ম্যাচটি খেলার প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করেছে বলে গণ্য হতো। নীতিমালার ৮০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী– পরবর্তী কোপা দেল রেতে অংশগ্রহণের সুযোগ হারাত রিয়াল মাদ্রিদ।’গত মৌসুমে শিরোপার ট্রেবল জেতা রিয়াল এবার ভুলে যাওয়ার মতো একটি বছর পার করছে। ইতোমধ্যে তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে। বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়ে হারিয়েছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। লা লিগায়ও লস ব্লাঙ্কোসরা কাতালারদের চেয়ে এখনও ৪ পয়েন্টে পিছিয়ে আছে। যদিও এখনও বাকি ৫টি ম্যাচ। সবমিলিয়ে কোনো অবস্থাতেই কোপা দেল রে থেকে নিজেদের সরিয়ে নেওয়া উপযুক্ত বলে বিবেচিত হতো না ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাবটির জন্য।
প্রসঙ্গত, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ১১ বছর পর আবারও কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে আজ (শনিবার) দিবাগত রাত ২টায় লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।