ePaper

বগুড়ার বদলে রাজশাহীতে ম্যাচ, তবুও বৃষ্টিতে পণ্ড

স্পোর্টস ডেস্ক

বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিন রোববার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে হবে বলে ঠিক করা হয়। তবে তাতেও লাভ হয়নি। বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ঢাকা ও বরিশালের মধ্যকার সোমবার সকালের ম্যাচও পরিত্যক্ত হয়েছে।প্রাথমিক সূচিতে ঢাকা-বরিশাল ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটি আগেভাগেই সরিয়ে আনা হয়েছিল রাজশাহীতে। সেখানেও প্রকৃতির ইতিবাচক সাড়া মেলেনি। তাই মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, সালমান হোসেন ইমনদের আর মাঠে নামা হয়নি। ফলে দর্শকদের সঙ্গে হাসি-ঠাট্টা করেই সময় কাটান তারা। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শুরু থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির বাধা। উদ্বোধনী ম্যাচে ৫ ওভার করে খেলতে পারে রাজশাহী ও ঢাকা মেট্রো। এরপর বৃষ্টিতে ভেসে যায় সিলেট-রংপুর ম্যাচ। রাজশাহীর মাঠে সোমবার দুপুর ২টায় খুলনা ও চট্টগ্রামের মাঝে খেলা রয়েছে। আপাতত রাজশাহীতে বৃষ্টি নেই। তাই ম্যাচটি হওয়ার কিছু হলেও আশা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *