ePaper

বগুড়ায় ১৩ লাখ টাকার ফিডসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ৩

বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ চোরচক্রের হাতে চুরি হওয়া একটি ট্রাক এবং তাতে থাকা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের মাছের খাদ্য (ফিড) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শরপুর থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, বাদী সাদেকুল ইসলাম সাদেক এবং আসামি হাশেম আলী  (বাবু) যৌথভাবে ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ নম্বরের ট্রাকটি কিনেছিলেন। হাশেম আলী ছিলেন ট্রাকের ড্রাইভার এবং আবু বক্কার সিদ্দিক ছিলেন হেলপার। গত ২৯ এপ্রিল সকালে নন্দীগ্রাম থানার কাথম এলাকার কোয়ালিটি ফিড মিল থেকে ১৪ টন মাছের খাদ্য (মূল্য ১৩,৩৬,৪২০ টাকা) ট্রাকে লোড করে ঢাকায় পাঠানোর কথা ছিল। কিন্তু সকাল ৮টার দিকে হাশেম আলী অজুহাত দেখিয়ে ট্রাকটি একজন অপরিচিত হেলপার জিয়ার হাতে ছেড়ে চলে যান। দুপুর ২টা ১৫ মিনিটে ফিরে এসে তিনি দেখেন ট্রাকসহ মালামাল গায়েব। ঘটনার পরপরই বাদী শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নিয়োজিত এসআই আনোয়ার হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন। গতকাল ৩ মে শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:  ফারুক (৪৫), সুখানগাড়ী; হাশেম আলী ওরফে বাবু (৪৪), খন্দকারটোলা; এবং মোঃ আবু বক্কার সিদ্দিক (৪২), বিল চাকলা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। তবে মাছের খাদ্য ইতোমধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শেরপুর থানার অফিসার’স ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং আজ তাদের আদালতে পাঠানো হয়। চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ছবির ক্যাপশন- বগুড়ার শেরপুরে ট্রাক চুরির ঘটনায় গ্রেফতার তিনজন, পুলিশের হেফাজতে উদ্ধারকৃত ট্রাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *