আমিনুল হক শাহীন, চট্টগ্রাম
ঈদ বোনাস ও বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের সিইপিজেডে জে এম এস গার্মেন্টের বিক্ষুব্ধ শ্রমিকরা ২২ শে মার্চ সকাল ১০ টা থেকে সিইপিজেড সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় ব্যস্ততম ইপিজেড থেকে ভিআইপি সড়ক এয়ারপোর্ট পর্যন্ত ভয়াবহ যানজটে পরিণত হয়। সড়কের দুই পাশে হাজার হাজার পরিবহন যানজটে আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। জে এম এস এর শ্রমিক সেলিম জানান, গত ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস না দেওয়ায় আড়াই হাজার শ্রমিক আন্দোলনে নেমেছে। নারী শ্রমিক রোকেয়া বেগম জানান, বেতন ভাতা না দেওয়ায়, আমরা মানবতার জীবন যাপন করছি। সামনে ঈদ। আমাদের এখন পর্যন্ত ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারব কিনা জানিনা। এদিকে সকাল দশটা থেকে শুরু হওয়া শ্রমিকদের সড়ক অবরোধ দুপুর একটা পর্যন্ত চলে। পরে ইপিজেড থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে এসে গার্মেন্ট মালিক পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইপিজেড থানার অফিসার ইনচার্জ মো. আখতারুজ্জামান জানান, আন্দোলনকারী শ্রমিক ও গার্মেন্টস মালিক পক্ষের সাথে কথা বলে বেতন দেয়ার আশ্বস্ত করার পরে শ্রমিকা সড়ক থেকে উঠে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।