ePaper

ফ্যাসিস্ট-জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে: ডিআইজি রেজাউল করিম

ব্যুরো চিফ, ফরিদপুর

ফরিদপুরে জুলাই শহীদদের স্মরণে এক সভায় বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক। বক্তব্যে তিনি বলেছেন, ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে। নিষিদ্ধ সংগঠনের যেসব অপরাধী রয়েছেন, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা নাহলে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হবে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক সভায় বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় পুলিশের ঢাকা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। যদি কোনো অপরাধ পরিলক্ষিত হয়, তাহলে পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানে নিহিত পুলিশ সদস্যদের বিচারের বিষয়ে কিছু বলেন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *