ePaper

ফেনী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান

 সাহেদ চৌধুরী , ফেনী প্রতিনিধি

ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে ফেনী বেটালিয়ান ৪ বিজিবি। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল আজ ১ জানুয়ারি ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, কৌটা মাদক, বিভিন্ন প্রকার ঔষধ এবং উল্লেখিত মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ ১ জন আসামী কে গ্রেপ্তার করে*। যার যানবাহন ও আটক কৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ০৯ লক্ষ ৪০ হাজার ৭৩৫ টাকা।

জব্দকৃত মাদক ও আটককৃত আসামীকে নিকটস্থ থানা ও অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *