সাহেদ চৌধুরী, ফেনী
ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান। ফেনী সাউথ-ইস্ট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাজিলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহজাহান সিরাজ, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. নুর ইসলাম ও মো. জহিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আজমল হক রিপন, কলেজের শিক্ষক হাবিব উল্লাহ বাহার। কলেজের সহকারী অধ্যাপক মো. নিজাম উদ্দিন ও ইমরান হোসেন সেলিমের যৌথ সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন আবদুল্যাহ আল মাহফুজ, গীতাপাঠ পাঠ করেন পূজা রাণী নাথ, বিদায়ী শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন এনামুল হক, মানপত্র পাঠ করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আজম খান।