ePaper

ফেনী পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মুফতি আবদুল হান্নান

সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি

জাতীয় ও স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও ফেনীতে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। জেলার ৩ টি সংসদীয় আসনের পাশাপাশি ফেনী পৌরসভা নির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। ফেনী পৌরসভার মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। শুক্রবার রাতে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত দলীয় প্রোগ্রামে জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মুফতি হান্নানের নাম ঘোষণা করেন। র্থী ঘোষণার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ফেনী পৌর এলাকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়। মুফতি আবদুল হান্নান জামায়াতে ইসলামীর রাজনীতির পাশাপাশি ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা জীবনের শুরু থেকেই তিনি ফেনী ও আশপাশের এলাকায় একজন ইসলামি সুবক্তা হিসেবে পরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত রুকন সম্মেলনের ভোটাভুটিতে জেলা আমির নির্বাচিত হন মুফতি হান্নান। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি এবং ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত শহর আমিরের দায়িত্বে ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মুফতি আবদুল হান্নান বহুবার মামলা-হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে ৩৫টি মামলা হয়। এর মধ্যে চার দফায়Ñ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে কারাবরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *