সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম। ৩১ ডিসেম্বর বুধবার ফেনী প্রেসক্লাবে এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুল্লাহ আহমদী। ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আর মামুন, নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, এসএ টিভির প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, একাত্তর টেলিভিশন প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভি প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, চ্যানেল নাইনের প্রতিনিধি জহিরুল হক মিলন, সুপ্রভাত ফেনীর সম্পাদক ফিরোজ আলম, স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন, আমার বার্তার স্টাফ রিপোর্টার এম এ সাঈদ খান, জিটিভি প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী, বিজয় টিভি প্রতিনিধি এস এম হারুন, নাগরিক টিভি প্রতিনিধি নুর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিরাজুল মামুন, বাংলাভিশন, এসবি সাজু-একাত্তর টিভি, আল নোমান- জি টিভি-সাজ্জাতুল মিরাজ- বিজয় টিভি, হাসান মাহমুদ-যায়যায়দিন-সাহেদ হোসেন চৌধুরী-নবচেতনা, মোঃ সাদ্দাম হোসে-বাংলাদেশ বুলেটিন, এস এম মাসুম বিল্লাহ ভুঁইয়া- মুক্ত-খবর ডিজিটাল, মোহাম্মদ ইসমাইল-লাখোকণ্ঠ ডিজিটাল, রাজিব মাসুদ, আজকের দর্পণ, ইয়াসিন আরাফাত মজুমদার, গণকণ্ঠ ডিজিটাল, মেহরাব হোসেন- ডেইলি ইন্ডাস্ট্রি, এইচ এম মালদার- এশিয়া টিভি প্রমূখ।
