সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অতি গুরুত্বপূর্ণ এই ইউনিটের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ইউনিটটি ২১ শয্যা বিশিষ্ট। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সাইফুল জানান, তিনি তত্ত্বাবধায়ক হিসেবে যোগদানের পর লক্ষ্য করলেন, করোনাকালে এই হাসপাতালে প্রচুর চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এসেছিল। সেসব সারপ্লাস যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তখন তিনি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে এই ইউনিটটি চালুর সিদ্ধান্ত নেন। নতুন ভাবে চালু হ?ওয়া এই ইউনিটের কাজ হচ্ছে, যেসব রোগীকে আইসিইউতে রাখার প্রয়োজন নেই কিন্তু ঘন্টায় ঘন্টায় মনিটরিং করার প্রয়োজন রয়েছে সেসব রোগীর জন্য নিবিড় পরিচর্যা ও অধিকতর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এই নতুন ইউনিট চালু করা হয়েছে। আপাতত এই ইউনিট হাসপাতালে সংরক্ষিত যন্ত্রপাতি, মেশিনারীজ, পুরাতন ভবনে এবং বিদ্যমান জনবল দিয়ে চালু করা হয়েছে।পরে পর্যায়ক্রমে আরো প্রয়োজনীয় মেশিনপত্র সংযোজন করা হবে।
উল্লেখ্য যে, ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম সদ্য যোগদান করেছেন। যোগদান করেই তিনি ফেনীবাসীর জন্য একটি যুগান্তকারী কাজ করেছেন। তিনি আবারও প্রমাণ করলেন, ইচ্ছে থাকলে উপায় হয়। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে কখনো এটা হতোনা।
