সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি
ফেনীতে বৃহস্পতিবার(১০ এপ্রিল) ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে লিখিত উত্তরপত্র সরবরাহের দায়ে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে হল পর্যবেক্ষক মো: ইউনুছ(৩৭) কে। তিনি ফেনী সদর উপজেলাধীন মোটবী আর্দশ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। এ ঘটনায় শিক্ষার্থীকে উক্ত পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার কুরআন তাজবিদ বিষয়ের পরীক্ষা চলাকালে মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো: ইউনুস শিক্ষার্থী হাফিজুর রহমানকে লিখিত উত্তরপত্র সরবরাহ করেন। তিনি ফেনী বিরিঞ্চি সুফিয়া নুরীয়া মাদ্রাসার ছাত্র। এ সময় উক্ত কেন্দ্রের ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা হল পরিদর্শন কালে বিষয়টি দেখেন। তাৎক্ষণিক কোর্ট বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড ও পরীক্ষার্থীকে উক্ত বিষয়ের পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, আমি হল পর্যবেক্ষন কালে দেখি শিক্ষক খাতায় লিখে পরীক্ষার্থীকে উত্তর সরবরাহ করছেন। পরে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে উক্ত অপরাধে শিক্ষকের দুই বছর কারাদণ্ড ও পরীক্ষার্থীকে উক্ত পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।