ePaper

ফেনীর সোনাগাজী নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহেদ চৌধুরী, ফেনী

সেবা, উন্নয়ন ও অগ্রগতির তিনবছর পূর্তি উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খতমে, কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবাবপুর বি সি লাহা স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এদিকে তিন বছর পূর্তি উপলক্ষে সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান জহিরুল আলম বলেন, আমি এই ইউনিয়নের মালিক নই, সেবক। মালিক আপনি-আপনারা, আসুন আপনার ইউনিয়নে সেবা, উন্নয়ন ও অগ্রযাত্রায় নিজেকে শরিক করুন। আগামীতে ইউনিয়নের নেতৃত্বের জন্য নিজেকে গড়ে তুলুন। পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার সারওয়ার আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার কবির আহমদ, ছাত্রদল নেতা আবদুল হালিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, বিএনপি নেতা ওমর ফারুকসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে গত বছর আগস্টে ভয়াবহ বন্যাসহ সামাজিক সুরক্ষায় অবদান রাখায় ২০জন স্বেচ্ছাসেবীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *