ePaper

ফেনীর লেমুয়ায় সরকারি জমির মাটি কাটায় ৬ জনের কারাদন্ড

সাহেদ চৌধুরী, ফেনী

ফেনীর সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে অবৈধ ভাবে সরকারি জমির মাটি কাটায় ৬ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করায় ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩ ধারায় নদী তীরবর্তী মাটি কাটায় মো. জয়নাল আবেদীনকে (৫২) ৪ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো. ইসমাইলকে (৩৫) ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো. সাদ্দামকে (৩৩) ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. আরিফ (৩৫), মো. ইসরাফিল (২৩) ও মো. জাহাঙ্গীর (৩৫) এই তিনজনকে ১ মাস করে কারাদণ্ড প্রদানের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় একটি এস্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়। এস্কেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয় ও ট্রাক দুইটি হেফাজতে রাখা হয়েছে। ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, মাটি দস্যুদের দৌরাত্ম্যে সদরে আশঙ্কাজনক হারে ঊর্বরতা হারাচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়ছে নদী-খাল। এ দস্যুরা রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতিগুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি টপ সয়েল এবং নদীর পাড়ের মাটি ও বালু। মাটি ব্যবসায়ীদের লুট থেকে বাদ যাচ্ছে না মালিকানা জমি, খাসজমি, খাল ও নদীর পাড়। তিনি বলেন, গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। জমিতে বোরো ধান আর মৌসুমী চাষ করা হতো। গভীর গর্ত করে মাটি কাটায় ওই সব জমিতে দিন দিন কমে যাচ্ছে ফসল উৎপাদন। ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ ভাবে এসব গণশত্রুকে রুখে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *