সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল সংলগ্ন স্টার লাইন পাম্পের সামনে স্থানীয় জনতা ধাওয়া করে ১ হাজার ৯৯০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহীকে আটক করে। এ সময় মো. মোস্তফা (৩০) নামে এক যুবককে আটক করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) রাতে স্থানীয় জনতা একটি লাল রংয়ের মোটরসাইকেল থামায়। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহীর প্যান্টের ডান পকেট থেকে ১০টি নীল রঙের প্যাকেট থেকে লুকানো ১ হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াবাসহ পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে। আটক মো. মোস্তফা ফুলগাজী উপজেলার শ্রী চন্দ্রপুর এলাকার আব্দুর রশিদ পাটোয়ারী বাড়ির বাসিন্দা মৃত. আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায় সোমবার আটক হওয়া আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
