ePaper

ফেনীতে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করে ৪ বিজিবি। গতকাল সকালে ফেনীস্থ ৪ বিজিবির ব্যাটেলিয়ান সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এ মালামাল জব্দ করে। সূত্রে জানা গেছে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকা পরশুরাম, ছাগলনাইয়া এবং জোরারগঞ্জ উপজেলার অন্তগর্ত মজুমদারাহাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাজাঁ, হুইস্কি, নৌকা এবং পিকআপ জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫শত টাকা। জব্দকৃত মালামাল ফেনীস্থা কাস্টমস্ এবং গাজাঁ ও মাদক গুলো ফেনী মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। অভিযানে ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের আবু আহম্মেদের ছেলে মো. নজরুল ইসলাম (২৭) ভোলার চরপেশান উপজেলার মো. বসির আহমদের ছেলে মো. রবিউল হাসান (২৬) কে আটক করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ফেনী মড়েল থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে। ৪ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *