সাহেদ চৌধুরী, ফেনী
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে শুরু হলো হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাতে মহিপাল হাইওয়ে থানা সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের উপ মহা-পরিদর্শক (অপারেশন পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে এস আই (পরিদর্শক) শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদী, মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, হাইওয়ে কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিং’র সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ১২টি হাইওয়ে থানার পুলিশ সদস্যরা এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানাকে হারিয়ে ময়নামতি হাইওয়ে থানা দুই সেটে বিজয়লাভ করে। প্রধান অতিথি পুলিশ সুপার হাবিবুর রহমান খান বলেন, পুলিশ সদস্যরা হাইওয়ে যানজট নিরসন, অপরাধ প্রবণতা কমানো ও আইনশৃঙ্খলা উন্নতির পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে সুস্থ বিনোদন নিশ্চিত হবে। তিনি উপস্থিত দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানান।