সাহেদ চৌধুরী, ফেনী
দেশে আমিষের চাহিদা মেটানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফেনীর ছোট ফেনী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহীদ সালাম জাদুঘর ঘাট ও সিলোনিয়া ঘাট এলাকায় প্রায় দুই মণ পোনা অবমুক্ত করা হয়। এ সময় দাগনভূঞা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আব্দুল লতিফ জনি বলেন, প্রত্যেক নদী থেকে বাঁধ অপসারণ করতে হবে। পাশাপাশি অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বাজার থেকে তুলে দিতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত।” তিনি আরও বলেন, নদী ও জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ নিলে মাছের উৎপাদন বাড়বে এবং জনগণের আমিষের চাহিদা পূরণ হবে।
