ePaper

ফেনীতে বিজিবির কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। ১৪ জানুয়ারি ১১ঘটিকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।  পাশাপাশি, উক্ত কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যশপুর এলাকা এবং ফুলগাজী উপজেলার খেজুরিয়া, বসন্তপুর ও দেবীপুর এলাকার স্থানীয় শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিকালে আক্রান্ত জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *