সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি
ফেনী শহরের পূর্ব বিজয় সিংহে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে পূর্ব বিজয় সিংহ স্পোর্টিং ক্লাবের আয়োজনে গোল্ডেন শিশু পার্ক সংলগ্ন মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। জেলা শ্রমিক দল নেতা আবুল কালাম আজাদ স্বপনের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাবুল, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ রতন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান ও জেলা তাঁতীদলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ। ফাইনাল খেলায় টিম অব এন্টার বনাম টিম অব রোলাক্সের মধ্যকার খেলায় ট্রাইবেকারে টিম অব রোলাক্স ১-০ গোলে জয়লাভ করে।