ePaper

ফেনীতে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি জয়নাল ও বিএনপি নেতা  আনোয়ার হোসেন পাটোয়ারীর শারীরিক খোঁজখবর  নিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

৯ জানুয়ারী রাতে ফলেশ্বর এলাকায়  বিএনপির মনোনীত প্রার্থী ভিপি জয়নালের শারীরিক খোঁজখবর নিতে তার বাড়িতে এলেন এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু যাহা বর্তমান রাজনীতি সংস্কৃতিতে এমন দৃষ্টান্ত বিরল। এসময় উভয় প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে আশাবাদ ব্যাক্ত করেন। এসময় সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ফেনী ২ আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থীকে নিজ হাতে আপ্যায়ন করেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলার নেত্রীবৃন্দ।

পরবর্তীতে মুজিবুর রহমান মঞ্জু ফেনীর রামপুর পাটোয়ারী বাড়িতে সংঘটিত এক দুর্ঘটনায় আহত বিএনপির ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীকে দেখতে ছুটে যান। ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে আহতের বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবহিত হন। তিনি আহত আনোয়ার হোসেন পাটোয়ারীর দ্রুত সুস্থতা কামনা করেন।

মুজিবুর রহমান মঞ্জুব বলেন, দুর্ঘটনায় একজন রাজনৈতিক সহযোদ্ধার আহত হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তাওফিক দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই আহত নেতার সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *