ePaper

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ফেনীতে পালিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টিভি’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসকের প্রতিনিধি ও সহকারী কমিশনার ফারহাজ হাবিব খান। এছাড়াও রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী। ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জহিরুল হক মিলু। ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন,দৈনিক ষ্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ,দৈনির আমার কাগজের জেলা প্রতিনিধি আলা উদ্দিন, দৈনিক বাংলাদেশ বুলেটিন সাদ্দাম গনি,স্বদেশ পত্র পত্রিকা সম্পাদক এন এন জীবন, দৈনিক গনকন্ঠের ইয়াছিন আরাফাত মজুমদার,দৈনিক অজেয় বাংলা র নির্বাহী সম্পাদক শাহজালাল ভঁঞা, দৈনিক ইন্ডাষ্টির জেলা প্রতিনিধি মেহেদি দৈনিক খবর প্রত্যের এম নাছির উদ্দীন  আলোচনা সভায় বক্তারা বলেন, এশিয়ান টিভি গত এক যুগ ধরে সাধারণ মানুষের কথা বলে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতেও ফেনীসহ সারা দেশের উন্নয়ন ও সমস্যার কথা তুলে ধরতে এশিয়ান টিভি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ অন্যান্য সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *