ePaper

ফেনীতে তরমুজের গাড়িতে মিলল ৭৪ কেজি গাঁজা, আটক-২

সাহেদ চৌধুরী, ফেনী

ফেনীর মহিপালে তরমুজ ব্যবসার আড়ালে অভিনব পন্থায় মাদক পরিবহনের সময় ৭৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-৭ ফেনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার আবদুল করিমের ছেলে মো. তাজেম খাঁন (৩৯) ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে মাইনুল ইসলাম সামিন (২০)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পেয়ে মহিপাল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি তরমুজবোঝাই পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপের পেছনের অংশে তরমুজের নিচে লুকিয়ে রাখা ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য আসামীদের ফেনী থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। এ দিকে র‌্যাব কর্তৃক তরমুজ বোঝাই পিকআপ গাড়িতে ৭০ কেজি গাজাসহ ২ আসামী আটক এর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *